হবিগঞ্জের বানিয়াচংয়ে নিখোঁজের নয় ঘণ্টা পর পুকুরে মিলেছে তামিম (৮) নামে এক শিশুর লাশ। রবিবার রাতে বাড়ির পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার মাতাপুর গ্রামের মামুন মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায় তামিম। তার বাবা মামুন মিয়া মিশুক গাড়ি নিয়ে ও মা আকিরুন বেগম প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে যান। সন্ধ্যা হলেও বাড়িতে তামিমকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধান চেয়ে এলাকায় মাইকিংও করা হয়। রাত সাড়ে ১১টার দিকে বাড়ির পাশের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। বানিয়াচং থানার ওসি গোলাম মোস্তাফা জানান, বিষয়টি কেউ আমাদের অবগত করেনি। খোঁজ নিয়ে দেখছি।