দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি সামরিক যান চুরি হয়ে গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, গাড়িটি এখন সম্ভবত শত্রু গোষ্ঠীর হাতে। যদিও সেই শত্রু গোষ্ঠী হিজবুল্লাহ কিনা তা তারা পরিষ্কার করে বলেনি।
ঘটনাটি ঘটেছে লেবাননের ভূখণ্ডের ভেতরে মোশাভ দুবাভ-এর কাছে। জানা গেছে, সামরিক যানটিতে একটি মেশিন গানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম ছিল।
প্রাথমিকভাবে ইসরায়েলি বাহিনী মনে করেছিল, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী গাড়িটি নিয়ে গেছে। তবে তদন্তের পর নিশ্চিত হওয়া যায় যে, এর সঙ্গে জাতিসংঘের কোনো সংশ্লিষ্টতা নেই। এরপরেই কর্মকর্তারা এই সিদ্ধান্তে পৌঁছান, সম্ভবত শত্রুরাই গাড়িটি দখল করেছে।
ওই অভিযানের সময়, দুটি স্বায়ত্তশাসিত যানের মধ্যে একটি উল্টে যায় এবং সেটিকে উদ্ধারের জন্য একটি ক্রেন প্রয়োজন হয়। সেনারা যখন সেটির পুনরুদ্ধারে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় দ্বিতীয় গাড়িটিকে একটি ট্রেলারে তোলা হয় এবং সেটি লেবাননের আরও ভেতরের দিকে চলে যায়। এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে।
সূত্র: আল মায়াদিন
বিডি প্রতিদিন/নাজমুল