ব্যক্তিগত বিষয় আড়ালে রাখতেই পছন্দ করেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমা, সমাজ, পরিবেশ, সংস্কৃতি-নানা বিষয় নিয়ে সংবাদমাধ্যমে ঘণ্টার পর ঘণ্টা সাক্ষাৎকার দিলেও ব্যক্তিগত প্রসঙ্গ তিনি সব সময় এড়িয়ে যান। তবে সম্প্রতি জয়া জানালেন, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি। নাম প্রকাশ না করলেও অভিনেত্রী জানিয়েছেন, তাঁর প্রেমিক মিডিয়ার কেউ নন। জয়ার সোজাসাপটা উত্তর, ‘হ্যাঁ, আমার জীবনেও কেউ আছে। মানুষ তো একা থাকতে পারে না। আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি। অবশ্যই সেটা বহু বছর। তবে উনি শোবিজ ইন্ডাস্ট্রির কেউ নন। আমার মনে হয়, পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা খুব জরুরি। সারা জীবন যেন বন্ধু হয়ে থাকতে পারি, সেটা অনেক বড় বিষয়। আমার অনেক অত্যাচার সহ্য করেন তিনি। অভিনয়শিল্পী হওয়ার সুবাদে আমি এত ট্রাভেল করি! এই যে এখানে (কলকাতা) পড়ে আছি, কাজ করছি। তিনি এসবে কিছুই মনে করেন না। আমাকে কাজ করতে দিচ্ছেন। এটা কিন্তু বড় বিষয়। কারণ একসঙ্গে থাকারও প্রয়োজন আছে। সেই সুযোগটা তো আমাদের হয়ে উঠছে না। যাঁরা একজন অভিনেতার সঙ্গে সম্পর্কে থাকেন, তাঁরা জানেন তাঁদের মধ্যে একটা খ্যাপামো থাকে, পাগলামি থাকে। আমি যেমন প্রাইভেট পারসন, উনিও তেমন প্রাইভেট থাকতে পছন্দ করেন। আমরা নিজেদের মতো থাকতে পছন্দ করি। আরও অনেক ব্যাপার আছে। উনি খুব শান্ত, আমিও তেমনি। এ কারণেই তাঁর প্রতি অ্যাট্রাকশন তৈরি হয়েছে। আর সম্পর্ক হওয়ার পর কাজের ক্ষেত্রে আমাকে সাপোর্ট করছেন। এটাও খুব ইতিবাচক।’ প্রেমের সম্পর্কে থাকলেও এখনই বিয়ে নিয়ে ভাবছেন না জয়া আহসান। তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনই কিছু বলতে পারছি না। তাড়াতাড়ি ইচ্ছা হবে কি না, সেটাও জানি না। কিংবা আদৌ আমার ইচ্ছা আছে কি না, তাও জানি না। বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। তবে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিইনি।’ জয়া বলেন, ‘এখানে প্রস্তুতির কোনো বিষয় নেই। আমার ভিতর ভীতি কাজ করে। আগের সম্পর্কের অভিজ্ঞতার কারণেও এমনটা হতে পারে।’