চাঁপাইনবাবগঞ্জ শহরে কাউসার আলী তিতাস নামে এক হুন্ডির বাহককে অপহরণের পর উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয় মূল হুন্ডি ব্যবসায়ী খোকনকে।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সদর থানার পাশে বসুন্ধরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ৩য় তলার একটি কক্ষ থেকে তিতাসকে উদ্ধার করা হয়। আটক খোকন অপহৃত তিতাসের মালিক ও ব্যবসার ম্যানেজার।
পুলিশ জানায়, চিকিৎসার নাম করে খোকন তিতাসকে নিজের ক্লিনিকে নিয়ে এসে আটকে রাখে ও মারধর করে। প্রথমে পুলিশ গেলে বলা হয় তিতাস সেখানে নেই। তবে পরে তথ্য পেয়ে আবার গিয়ে তাকে উদ্ধার করা হয়।
অভিযানে অংশ নেওয়া এসআই বিল্লাল জানান, তিতাসের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ক্লিনিকের একজন মালিক আসাদ বলেন, তিনি এ বিষয়ে জানেন না। তবে খোকনও ওই ক্লিনিকের একজন মালিক।
আটককৃত খোকনের বড় ভাই নাসিম উদ্দিন দাবি করেন, গত এক সপ্তাহ ধরে তিতাস কোনো হিসাব না দেওয়ায় তাকে আটকে রাখা হয়েছিল, তবে এটি অপহরণ নয়।
সদর থানার ওসি মো. মতিউর রহমান বলেন, উভয় পক্ষ এজাহার দিয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ