ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। গাজায় ইসরায়েলি আক্রমণের প্রতিশোধ হিসেবে ইসরায়েলে বহুদিন ধরে ক্ষেপণাস্ত্র হামলা করে আসছে হুথি।
ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে মধ্য ইসরায়েলের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে কেউ আহত হননি। যদিও আশ্রয় নিতে গিয়ে একজন আহত হয়েছেন।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি ভূখণ্ডে হামাসের মারাত্মক হামলার পর থেকে ইরান-সমর্থিত হুথি নিয়মিতভাবে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে আসছে।
দুই মাসের যুদ্ধবিরতির সময় হুথিদের হামলা কিছুক্ষদিনের জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু মার্চ মাসে অবরুদ্ধ গাজায় ইসরায়েলের অভিযান আবার শুরু হয়।
সোমবার, বিদ্রোহীরা সতর্ক করে দিয়েছে যে তারা গাজায় ইসরায়েলি বাহিনীর তীব্র সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় ইসরায়েলি বন্দর শহর হাইফায় "নৌ অবরোধ" আরোপ করেছে।
বিডি প্রতিদিন/নাজমুল