যমুনা সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে মঙ্গলবার রাতে ‘আল ইমরান’ পরিবহনের একটি বাসে ডাকাতি হয়েছে। রাত সাড়ে ১১টা থেকে গতকাল ভোর ৫টা পর্যন্ত বাসটির নিয়ন্ত্রণ নিয়ে ডাকাতদল যাত্রীদের সবকিছু লুটে নেয়। লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটে বলে কয়েক যাত্রী অভিযোগ করেছেন। বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের উদ্দেশে যাত্রা করে। বাসের সহকারী আতিকুর রহমান জানান, পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী ওঠেন। প্রায় ১০ জন নারীসহ ৪৫ যাত্রী নিয়ে বাসটি সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কের কয়েক কিলোমিটার যাওয়ার পর যাত্রীবেশী ৮-১০ জন ডাকাত ছুরি, চাপাতিসহ দেশি অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারা যাত্রী, চালকসহ সবার চোখ-মুখ বেঁধে ফেলে। যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় গিয়ে বাসটি ঘুরিয়ে আবার ঢাকার দিকে চলতে থাকে। চলাচলের সময় প্রত্যেক যাত্রীকে তল্লাশি করে মুঠোফোন, নগদ টাকা, সোনা ও অন্যান্য মালামাল লুটে নেয়। তারা বাসটি নিয়ে সাভারের চন্দ্রা-আশুলিয়া পর্যন্ত যায়। পরে রাতভর কয়েকবার বাসটি নিয়ে ওই এলাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত চক্কর দেয়। বাসের চালক আবেদ আলী জানান, বাসটি নিয়ে ডাকাতরা রাতে চার-পাঁচ বার টাঙ্গাইল ও চন্দ্রা-আশুলিয়া যাওয়া-আসা করে। ভোর সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল শহরের বাইপাস সড়কের শিবপুরে বাসটি রেখে ডাকাতদল পালিয়ে যায়। পরে যাত্রীদের নিয়ে সকালে টাঙ্গাইল সদর থানায় যান তিনি। বাসের যাত্রী বগুড়ার আদমদীঘি উপজেলার জুয়েল মিয়া জানান, টাকাপয়সা ছিনিয়ে নেওয়ার জন্য নারী যাত্রীদের তল্লাশির সময় শ্লীলতাহানি ঘটায়। এ সময় তার চোখ-মুখ বাঁধা ছিল। তবে তিনি নারী যাত্রীদের কান্নাকাটি ও কাকুতি-মিনতি শুনতে পান। অন্য যাত্রী রংপুরের কাউনিয়া উপজেলার আকাশ মিয়া জানান, হাত-পা, চোখ-মুখ বেঁধে ডাকাতরা প্রত্যেক যাত্রীর দেহ কয়েকবার তল্লাশি করে যার যা কিছু ছিল নিয়ে যায়। টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমদ জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ডাকাতদলকে চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে। এর আগে ১৭ ফেব্রুয়ারি এ মহাসড়কে ইউনিক রয়েলসের একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানি ঘটে। ২০২২ সালের ২ আগস্ট একই কায়দায় কুষ্টিয়াগামী একটি বাসে ডাকাতি ও নারী যাত্রীর যৌননিগ্রহ ঘটে।
শিরোনাম
- শেষ মুহূর্তের গোলে এশিয়ার দলকে হারিয়ে টিকে রইলো ইন্টার মিলান
- ইসরায়েলে নতুন হামলা চালিয়েছে ইরান
- কমছে বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা
- ইরানি এফ-১৪ যুদ্ধবিমান লক্ষ্য করে ইসরায়েলের হামলা
- গাজার দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ২
- হাজারীবাগে ট্যানারির গুদামে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট
- ব্রাজিলে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৮
- আমিরের ‘সিতারে জমিন পর’: ভিন্নধর্মী গল্পে বক্স অফিসে সাড়া
- নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত
- অস্ত্রোপচারের পর প্রসূতির মৃত্যু, বিক্ষুব্ধ এলাকাবাসীর ক্লিনিক ঘেরাও
- বগুড়ায় করতোয়া নদী সুরক্ষায় পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
- নির্বাচনের মনোনয়নে গুরুত্ব পাবেন ত্যাগী ও জনবান্ধব নেতারা : খোকন
- শাবিপ্রবি ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, দুই শিক্ষার্থী গ্রেফতার
- মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের নিয়ে হাইকমিশনের ঈদ আনন্দ উৎসব
- পর্যাপ্ত সময় পেলে ম্যাচের ফল অন্যরকম হতো : শান্ত
- পৃথিবীর শান্তি ও মানবতা ধ্বংস করছে ইসরায়েল : হেফাজতে ইসলাম
- জাতীয় নির্বাচনের প্রস্তুতি পুরোদমে এগিয়ে নিচ্ছে ইসি
- দশম পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করলো ইরান
- ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- সাবেক অতিরিক্ত আইজিপি ইকবাল বাহার কারাগারে
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
আপডেট:
০২:১১, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
চলন্ত বাসে ফের ডাকাতি
লুটপাট, নারী যাত্রীদের শ্লীলতাহানি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর