বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে কাকরাইল, মৎস্য ভবন ও নগর ভবনের ভিতরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন তাঁর সমর্থকরা। সপ্তম দিনের মতো গতকালও আন্দোলন করেছেন তাঁরা। তাঁদের এ অবস্থান কর্মসূচির কারণে হাই কোর্ট, মৎস্য ভবন, কাকরাইল, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় আশপাশ সড়কে যান চলাচল, ভোগান্তিতে পড়েন নগরবাসী। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এ কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা। গতকাল সকাল থেকেই আন্দোলনকারীরা হাই কোর্ট গেট, প্রেস ক্লাব ও শিক্ষা ভবনের মোড়ে জড়ো হন। পরে সবাই একসঙ্গে মৎস্য ভবনের সামনে অবস্থান নেন। এ সময় চারদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। ফলে কাকরাইল, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পল্টনসহ পুরো এলাকায় যানজট দেখা দেয়। প্রচ গরম ও বৃষ্টি উপেক্ষা করে পিচঢালা রাস্তায় বসেই স্লোগানে স্লোগানে এলাকা মুখর করে রাখেন ইশরাকের সমর্থকরা। তাঁরা বলছেন, ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এ ছাড়া নগর ভবনের সামনের সড়কে লোকজন না থাকলেও সিটি করপোরেশনের কর্মচারীরা নগর ভবনের ভিতরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সেই সঙ্গে অন্যান্য দিনের মতো গতকালও নগর ভবনে তালা লাগানো ছিল। সাত দিন ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন কার্যত অচল হয়ে পড়েছে। সেখানে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না। দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন। স্থানীয় সরকার বিভাগের অফিস নগর ভবনে থাকায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কার্যালয়ে আসতে পারছেন না। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দাপ্তরিক কাজ বন্ধ হয়ে যায়। এদিকে গতকাল ইশরাক হোসেন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টে বলেন, ‘নির্দেশ একটাই-যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।’ এর কিছুক্ষণ পর আরেক পোস্টে তিনি বলেন, ‘আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সাথে যতদিন প্রয়োজন রাজপথে সহাবস্থান করার জন্যে অল্প সময়ের মধ্যেই হাজির হব।’ গত রাতে রাজধানীর কাকরাইলে আন্দোলনরত সমর্থকদের সঙ্গে যোগ দিয়ে বিএনপি নেতা ইশরাক বলেন, আমি মেয়র পদে শপথ নেওয়ার জন্য আন্দোলন করছি না। একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এ আন্দোলন। আন্দোলনে একাত্মতা জানিয়ে অন্তর্বর্তী সরকারের সব দায়িত্ব থেকে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আসিফ-মাহফুজের পদত্যাগ চাই। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা নির্বাচনের রোডম্যাপ চাই। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখানে অবস্থানের ঘোষণা দিচ্ছি। অন্যদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের ওপর আদেশ ঘোষণা পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়চৌধুরীর সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গতকাল শুনানি নিয়ে আদেশের নতুন এ দিন ধার্য করেন। এর আগে রিটের ওপর মঙ্গলবার শুনানি নিয়ে আদেশের জন্য গতকালের দিন ধার্য করেছিলেন আদালত। রিটটি আদেশের জন্য আদালতের গতকালের কার্যতালিকায় ১১ নম্বর ক্রমিকে ওঠে। ক্রমানুসারে সাড়ে ১২টার দিকে বিষয়টি উঠলে ইশরাকের আইনজীবী, রিট আবেদনকারীর আইনজীবী ও রাষ্ট্রপক্ষ শুনানিতে অংশ নেন। রিট আবেদনকারীর পক্ষে সম্পূরক আবেদন দাখিল করা হয়। বেলা সোয়া ১টা পর্যন্ত শুনানি চলে। এরপর আদালত আদেশের জন্য আজ সকালে সময় নির্ধারণ করেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও কায়সার কামাল। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী এ কে এম এহসানুর রহমান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মাহফুজুর রহমান ও খান জিয়াউর রহমান শুনানিতে ছিলেন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচন হয়। তাতে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইশরাককে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র হন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস। ক্ষমতার পট পরিবর্তনের পর গত ২৭ মার্চ ঢাকার নির্বাচনি ট্রাইব্যুনাল সে ফল বাতিল করে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাককে মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল ইশরাককে ডিএসসিসি মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে তাঁর শপথ অনুষ্ঠান এখনো হয়নি। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তাঁর সমর্থকরা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
শিরোনাম
- ইতিহাস গড়ে বাংলাদেশকে সিরিজ হারের লজ্জা দিলো আরব-আমিরাত
- হ্যান্ডকাপ পরে পালাল দুই মাদকসেবী
- মোস্তাফিজের দিল্লিকে বিদায় করে প্লে-অফে মুম্বাই
- গণমাধ্যমে অপসাংবাদিকতা রোধে ১৯৭৪ সালের আইন প্রয়োগের আহ্বান
- কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত নিচু চরাঞ্চল
- উজানের বৃষ্টিতে সিলেটের নদ-নদীর পানি বাড়ছে
- ৮ বছরেও শেষ হয়নি শরীয়তপুরে গোলাম মাওলা সেতুর নির্মাণকাজ
- শেরপুরে কমেছে বন্যার আশঙ্কা, নদ-নদীর পানি স্বাভাবিক
- স্কুল-কলেজে সমাবেশে পাঠের জন্য নতুন শপথবাক্য, প্রজ্ঞাপন জারি
- একটি গোষ্ঠীর ষড়যন্ত্র রুখে দিতেই এই আন্দোলন : ইশরাক
- রাশিয়ার ভয়ঙ্কর হ্যাকিং ইউনিট নিয়ে যে তথ্য দিল যুক্তরাজ্য
- লঞ্চে প্রকাশ্যে দুই তরুণীকে মারধর, প্রধান আসামি জিহাদের জামিন নামঞ্জুর
- চাঁদাবাজির অভিযোগে মানিকগঞ্জে বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলনের দুই নেতা গ্রেফতার
- সাম্য হত্যাকাণ্ডে আরও তিনজন গ্রেফতার
- আন্দোলনে একাত্মতা জানাতে কাকরাইলে ইশরাক
- ট্রাম্পের শুল্কনীতিকে চ্যালেঞ্জ করে আদালতে যুক্তরাষ্ট্রের ১২ অঙ্গরাজ্য
- রাজবাড়ীতে বালুবোঝাই ট্রাকচাপায় নিহত ২
- দু’একদিনের মধ্যে দায়িত্ব ছাড়বেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন
- ছত্তিশগড়ে আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ, নিহত ২৭
- আইপিএলে বৃষ্টির আশঙ্কায় নতুন নিয়ম চালু
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
আপডেট:
০২:১০, বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ইশরাক সমর্থকরা মাঠ ছাড়বেন না
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর