চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাণবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি ভবনে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, চাঁদপুরে কোন চাঁদাবাজি চলবে না। যদি ব্যবসায়ীদের কাছে কেউ চাঁদা দাবি করে তাহলে আপনারা সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন। প্রয়োজনে আমাদেরকেও জানাবেন। সকলের সহযোগিতায় চাঁদপুর জেলা সদরকে চাঁদাবাজ মুক্ত করা হবে।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও সহ-সভাপতি তমাল কুমার ঘোষের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লা সেলিম, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টার, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি পরিচালক গোপাল চন্দ্র সাহা, লিয়াকত পাটওয়ারী, সদস্য নজরুল ইসলাম বেপারী, চাল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ মালাকার, মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আ. বারী জমাদার মানিক, পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক জামাল সাকিব, মৃধা এন্টারপ্রাইজের ফারুক মৃধা, কাঁচামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দুলাল কাজী, হোটেল রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতির আসলাম তালুকদার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন