বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর জামিন বৃহস্পতিবার নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ মে) বেলা আড়াইটার দিকে বরগুনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক মো. মনিরুজ্জামান এ আদেশ দেন। এর আগে গতকাল বুধবার বরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বরগুনায় বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে বরগুনা কারাগারে নিয়ে আসা হয়।
বেলা আড়াইটার দিকে বরগুনা জেলা কারাগার থেকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে আদালতে নিয়ে আসা হয়। শম্ভুকে আদালতে তোলার খবর ছড়িয়ে পড়লে আদালত প্রাঙ্গণে জড়ো হন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা। একপর্যায়ে ক্ষুব্ধ কর্মীরা শম্ভুকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। পরে ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পক্ষে জামিন আবেদন করা হলে আদালত উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে বরগুনা জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার অ্যাড. নুরুল আমিন বলেন, বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শম্ভুর নেতৃত্বে ১৭ মার্চ ২০২৩ সালে বিএনপি অফিসে ভাঙচুর চালানো হয়। এসময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমনা ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার ছবি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বিডি প্রতিদিন/এএ