বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সহকর্মীদের নিয়ে নিজেদের পরিবারের বাহিরে ২ শতাধিক অনাথ শিশু-কিশোরদের সাথে আজ ঈদ উদযাপন করেছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সমাজসেবা মন্ত্রণালয় বরগুনার সরকারি শিশু পরিবার, শেখ রাসেল শিশু বালক ও বালিকা পুর্নবাসন কেন্দ্রে কোরবানির জন্য ৩টি গরু দেয়া হয়।
জেলা প্রশাসক নিজে সহকর্মীদের নিয়ে শিশু পরিবার আর শেখ রাসেল পুর্নবাসন কেন্দ্রের শিশুদের হাতে নতুন পোশাক আর চকলেট উপহার দেন। আজ সকালে জেলা প্রশাসকের নেতৃত্বে ঈদের নামাজের পর কোরবানি শেষে দুপুরে একত্রে শিশু- কিশোরীদের সাথে আনন্দ-বিনোদন এবং উন্নত মানের খাদ্য পরিবেশন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর মোহম্মদ সজল বলেন, এই সকল শিশুরা তাদের পরিবারের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। আজ আমরাও তাদের সাথে সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে এসেছি শিশু কিশোরদের জন্য।
জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে শিশু-কিশোররা বিকাল ৫টা পর্যন্ত আনন্দ উল্লাসে মেতে থাকে। জেলা প্রশাসকের আজকের ব্যতিক্রম ঈদ উৎসব বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে।
বিডি প্রতিদিন/আল আমীন