নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে এলাকার দরিদ্র শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সকাল ১১টায় বসুরহাট পৌরসভা প্রাঙ্গণে প্রতিবন্ধীদের মাঝে ১২টি হুইল চেয়ার ও ৪টি টিয়ারিং এইড বিতরণ করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ।
বসুরহাট পৌর মেয়র বলেন, প্রতিবন্ধী মানুষ নানাভাবে প্রচন্ড কষ্ট করছে। তারা আমাদের পরিবার সমাজেরই অংশ। প্রতিটি স্বচ্ছল মানুষের উচিত সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানো।
এ সময় আরও উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বসুরহাট পৌরসভার কাউন্সিলর এবিএম ছিদ্দিক, কাউন্সিলর সোহাগ হাজারী, মো. রাসেল প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন