৭ আগস্ট, ২০২০ ২১:০৫

কুড়িগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে দণ্ড

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ৩ জনকে দণ্ড

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ড্রেজার মেশিন দিয়ে কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে পৃথক দুটি অভিযানে ৩ বালু উত্তোলণকারীকে কারাদণ্ডাদেশ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার সন্ধায় ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহলের কামালপুর বটতোলা এবং শুক্রবার দুপুরে কামালপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান।

এসময় তিনি অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন একটি অবৈধ ব্যবসায়ী চক্র।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতি ও শুক্রবার উপজেলা প্রশাসন অবৈধ বালু উত্তোলনে অভিযান পরিচালনা করে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন, রামখানা গ্রামের রমজান আলীর ছেলে নাসির উদ্দিন (২৮),পানিমাছকুটি গ্রামের মৃত ফজলে রহমানের ছেলে হযরত আলী (২৭) ও নন্দিরকুটি গ্রামের হযরত আলীর ছেলে শাহিন আলম (২৮)। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর