মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮ টায় মেহেরপুর সিভিল সার্জন নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন আরও জানান, কিছুদিন ধরে সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন ও তার পরিবারের কয়েকজন জ্বরে ভুগছিলেন। গত ১০ আগস্ট তারা করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। বৃহস্পতিবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রিপোটে করোনায় আক্রান্তরা হচ্ছেন সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, তার স্ত্রী মহিলা আওয়ামী লীগ নেত্রী লায়লা আরজুমান বানু, বড় ছেলে সাইফ, ছোট ছেলে সামিউজ্জামান।
তিনি আরও জানান, এছাড়া সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকনের রাজনৈতিক সহকারী শামীম, জাহিদ এবং রাশেদেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। করোনায় আক্রান্ত হলেও তাদের তেমন কোনো শারীরিক সমস্যা নেই।
অপরদিকে, নতুন করে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার তুহিন রহমান ও হিসাব রক্ষক আজাদুর রহমান আজাদ এবং মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের এক কৃষক করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ