গাজীপুরের পোড়াবাড়ি এলাকা থেকে কাঁচামাল ব্যবসায়ী চাঁন মিয়া (৫০) নিখোঁজের ৯ দিন পর তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা ইপসা এলাকার জঙ্গল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত চাঁন মিয়া গাজীপুর মহানগরের পোড়াবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত ৪ আগস্ট বাড়ি থেকে পোড়াবাড়ি বাজারে যাওয়ার পর নিখোঁজ হন চাঁন মিয়া। গতকাল রাতে জঙ্গলে একজনের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুর মেট্টোপলিটন সদর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ রাফিউল করিম জানান, সন্ধ্যায় সালনা এলাকার একটি জঙ্গলে ঝুলন্ত অর্ধগলিত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের ছেলে-মেয়ে লাশ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর কারণ বোঝা যাবে।
বিডি প্রতিদিন/এমআই