বগুড়ার সোনাতলা উপজেলার বিল থেকে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর একটার দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের আউদার বিল থেকে ওই লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগে ওই লাশ ফেলে রেখেছে বলে জানিয়েছেন সোনাতলা থানার ওসি মাসউদ চৌধুরী।
ওসি জানান, আউদার বিলে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে গলিত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন গ্রামের লোকজন। এরপর লাশ উদ্ধার করে পুলিশ। লাশের পরনে শার্ট রয়েছে। তবে লাশ গলিত হওয়ায় মুখমন্ডল বোঝা যায়নি।
তিনি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন