২০ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৯

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর এপ্রোচ রোড সরানোর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:

ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর এপ্রোচ রোড সরানোর দাবিতে মানববন্ধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট সেতুর পূর্ব পাশের এপ্রোচ রোড ১৫০ ফুট উত্তরে সরানোর দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। রবিবার সকাল সাড়ে ১১ টায় সোনাহাটের গণাইরকুটি মৌজায় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রায় ২ শতাধিক নারী ও পুরুষ অংশ নেন। 

এসময় প্রস্তাবিত স্থান থেকে ১৫০ ফুট উত্তরদিকে এপ্রোচ রোড সরানোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, ইউপি চেয়ারম্যান শাহজাহান মোল্লা ও শিক্ষক জহুরুল হক প্রমুখ। 

মানববন্ধনের মধ্য দিয়ে বক্তারা জানান, উত্তর পাশে খাস জমি বাদ দিয়ে প্রস্তাবিত স্থান দিয়ে এপ্রোচ রোড হলে প্রায় দেড় শতাধিক পরিবার ভূমি ও গৃহহীন হয়ে পড়বে এবং প্রায় ৫টি পারিবারিক কবরস্থান ধ্বংস হয়ে যাবে। 

উল্লেখ্য, দুধকুমর নদের  উপর সড়ক ও জনপথ বিভাগ ৬৪৫ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করতে যাচ্ছে। সেতুর পূর্ব পাশে ব্রিজ থেকে ৮২০ মিটার দীর্ঘ এপ্রোচ রোড নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হয়। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর