বগুড়ার সোনাতলায় ৫টি বিলে (উন্মুক্ত জলাশয়ে) পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য সম্পদ অধিদপ্তর উপজেলার ৫টি বিলে ৬৭৫ কেজি বিভিন্ন জাতের মাছের পোনা গত সোমবার অবমুক্ত করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ আহমেদ, মৎস্য অফিসার হাফিজুর রহমান, মৎস্য সম্প্রসারণ অফিসার রোকছানা পারভীন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অজয় চন্দ্র, পৌর কাউন্সিলর রবিউল ইসলাম খান, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, প্রভাষক নূরে আলম লিখন, প্রভাষক রেজাউল করিম প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ