২২ সেপ্টেম্বর, ২০২০ ১৭:১৩

হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই দোকানিকে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি

হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই দোকানিকে জরিমানা

দিনাজপুরের হিলিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও একই ফ্রিজে ওষুধসহ খাবার রাখার দায়ে দুটি দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে হিলির মণ্ডল ফার্মেসি ও জাহিদ ফার্মেসিকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম।

তিনি সাংবাদিকদের জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হাকিমপুর উপজেলার হিলি বাজারে বিভিন্ন ওষুধের দোকানে অভিযান চালানো হয়। 

এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও একই ফ্রিজে ওষুধসহ খাবার রাখার দায়ে মণ্ডল ফার্মেসিকে ১০ হাজার ও জাহিদ ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর