নেত্রকোনার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদে শূন্য হওয়া চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে বুধবার (২৩ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ওই ১৩জন প্রার্থীর মধ্যে রাজনৈতিক দল আওয়ামী লীগের একজন ও বাকি ১২ জনই স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
উপ-নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২০ অক্টোবর ভোট গ্রহণ, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, মনোনয়নপত্র যাচাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর।
এ ইউনিয়নে ৩৮টি গ্রামের ৯টি ভোট কেন্দ্রের মোট ভোটার ২১হাজার ৯২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৩৫০ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৬০৫ জন।
এদিকে যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন, আওয়ামী লীগের মো. আব্দুল হালিম খান, স্বতন্ত্র প্রার্থী মো. তারা মিয়া, মো. এনামুল হক, আব্দুল আওয়াল, মোহাম্মদ আলতাব হোসেন, মো. এনামুল হক, মো. রেজুয়ানুর রহমান, আব্দুল আমিন ফকির, মো. হারুন অর রশিদ, ওমর ফারুক, মো. শেখ বিজয়, রতন চন্দ্র সিংহ ও মো. মাহমুদুল হাসান সিপন।
উল্লেখ্য, ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন খান গত ৩ মে মারা গেলে এ পদটি শূন্য হয়ে যায়। গত ১৪ সেপ্টেম্বর সোমবার এক বিজ্ঞপ্তিতে শূন্য পদের উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বিডি প্রতিদিন/আবু জাফর