উপমহাদেশের একমাত্র নারী নওয়াব, নারী জাগরণের অগ্রদূত, একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর) মহিয়সী নারী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাnনীর ১১৭তম মৃত্যুবার্ষিকী লাকসামে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) লাকসাম উপজেলা প্রশাসন, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয় এবং ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।
লাকসাম উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা নির্বাহী অফিসার (ইউএনও) এ.কে.এম সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইউনুছ ভূঁইয়া, পৌরসভা মেয়র মো. আবুল খায়ের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পডশী সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজালা রাণী চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রসাদ কুমার ভাওয়াল প্রমূখ।
নওয়াব ফয়জুন্নেসা ও বদরুন্নেসা যুক্ত উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুল আলিম দিদার, প্রধান শিক্ষক মো. কামাল হোসেন হেলাল প্রমূখ। নওয়াব ফয়জুন্নেছার প্রতিষ্ঠিত নওয়াব বাড়ি জামে মসজিদে মিলাদ মাহফিল শেষে মহিয়সী নারী নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া, নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরী অব হিউমিনিটি অর্গেনাইজেশন একইভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ