২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০১

‘মানুষের সেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব’

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি


‘মানুষের সেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব’

লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের বলেছেন, মানুষের সেবার মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব। এ মহৎ বাক্যটি বুকে ধারণ করেই আমি পৌরবাসীর সার্বিক সেবায় নিরলস কাজ করে যাচ্ছি।
শুক্রবার লাকসাম শহরের তরকারি বাজার জামে মসজিদে জুমার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

গত ৫ বছরে লাকসাম পৌরসভার অভূতপূর্ব উন্নয়নের সারাংশ উল্লেখ করে মেয়র অধ্যাপক মো. আবুল খায়ের বলেন, জনপ্রতিনিধিত্ব হচ্ছে জনগণের পবিত্র আমানত। আমি বিশ্বাস করি প্রতিটি মানুষকেই স্ব স্ব কৃতকর্মের জন্য পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এটি বিশ্বাস করি বলেই আমি দায়িত্বগ্রহণের পর থেকে অদ্যাবধি সততা ও নিষ্ঠার সাথে সার্বক্ষণিক পৌর নাগরিকদের সেবায় নিয়োজিত আছি। 

এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মুসল্লীদের কাছে দোয়া চান। বাদ জুমা মিলাদ-মাহফিল শেষে প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীসহ সমগ্র দেশবাসীর মঙ্গল কামনায় সম্মিলিত দোয়া-মুনাজাত করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর