শিরোনাম
২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৮:৪৮

কসবায় পাঁচটি অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় পাঁচটি অবৈধ ড্রেজার ও পাইপ ধ্বংস

কসবায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমি থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি তোলার দায়ে পাঁচটি ড্রেজার ও পাইপ ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা গেছে, উপজেলার পশ্চিম ইউনিয়নের আকছিনা ও পৌর এলাকার মড়াপুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় সেখান থেকে অবৈধ পাঁচটি ড্রেজার জব্দ করে ড্রেজার ও এর পাইপ ধ্বংস করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কসবা উপজেলা সহকারী কমিশনার হাসিবা খান বলেন, অভিযানের সময় ড্রেজারের মালিকরা পালিয়ে গেছেন। এসময় পাঁচটি ড্রেজার ও ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর