গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়।
এ উপলক্ষে মহানগরীর বিভিন্ন মসজিদ মাদ্রাসা এবং উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও দোয়ার আয়োজন করা হয়।
সোমবার সকাল থেকে মহানগরীর বিভিন্ন মসজিদ মাদ্রাসায় কোরআন খতম ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হয়। পরে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ুু কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম মহানগরের নান্দুয়াইন এলাকায় জামিআ’তুল উলূমিল ইসলামিয়া গাজীপুর মাদ্রাসায় প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।
এসময় গাজীপুর মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এডভোকেট মো: মনির হোসেন, সহ-দপ্তর সম্পাদক মো: মাজহারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোনাজাত শেষে কয়েক হাজার এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল, অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ ও দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো: কামরুল আহসান সরকার রাসেল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন