২৯ সেপ্টেম্বর, ২০২০ ২২:১৮

নোয়াখালীতে যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষকদের মতবিনিময় সভা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে যৌন হয়রানি প্রতিরোধে শিক্ষকদের মতবিনিময় সভা

নোয়াখালীতে যৌন হয়রানি, বাল্যবিয়ে ও সাইবার বুলিং প্রতিরোধের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি পরিচালিত ‘মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব’ প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার দুপুরে জেলা শহরের হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুব্রত রায়। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো. আক্তারুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট দেবাশীষ হালদার। সভায় নোয়াখালী সদর উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। 

সভায় যৌন হয়রানি, বাল্যবিয়ে, সাইবার বুলিং এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে স্কুল প্রধানদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় সাম্প্রতিক নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর