৩০ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২৭

মাদারীপুরে রবিবার থেকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে রবিবার থেকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

সারাদেশের ন্যায় মাদারীপুরে আগামী রবিবার থেকে (৪-১৭ অক্টোবর পর্যন্ত) ৬-১১ মাস ও ১২-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

বুধবার সকালে এ উপলক্ষে মাদারীপুরে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শীর্ষক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনাভাইরাসের ফলে আগামী রবিবার থেকে দুই সপ্তাহব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে মাদারীপুর জেলার ৪টি উপজেলায় ১,৫০৪টি কেন্দ্রে মোট ১,৬৭,৫১৮টি শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে। এতে ৩,০৩২ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর সিভিল সার্জন ডা. শফিকুল ইসলাম ও সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসক খলিলুর রহমান প্রমুখ।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর