নাটোরের বড়াইগ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত দোকানিকে জরিমানা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা সদর বনপাড়া বাজারের বিভিন্ন কনফেকশনারির দোকানে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. মোহাইমিনা শারমিন। এ সময় বিভিন্ন অপরাধে সাতটি দোকানে ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মোহাইমিনা শারমিন।
তিনি জানান, জনসাধারণের জন্য বাজারে স্বাস্থ্যকর ও মানসম্মত পণ্য সেবা নিশ্চিত করতে এসব অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই