ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপ-নির্বাচনে অনিয়মের অভিযোগ এবং ঘোষিত ফলাফল বাতিল ও পুনরায় নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পুলিশি বাঁধায় পণ্ড হয়ে যায়।
সকালে শহরের উত্তর মৌড়াইল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কে আসতে চাইলে পুলিশ রাস্তায় ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করে। তখন পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের বাদানুবাদ হয়। এসময় পুলিশি ব্যারিকেডের মধ্যেই নেতা কর্মীরা প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ