২০ অক্টোবর, ২০২০ ২১:৫১

পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিকিফেট উপস্থাপনে ৭ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিকিফেট উপস্থাপনে ৭ বছর কারাদণ্ড

পিতার নামে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিকিফেট উপস্থাপন করা মামলায় পুত্র রাসেল হাওলাদারকে পৃথক তিনটি ধারায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৬ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়। বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েতউল্লাহ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। 

রায় ঘোষণার সময় রাসেল আদালতে অনুপস্থিত ছিলেন। রাসেল হাওলাদার উজিরপুর উপজেলার যোগীরকান্দা এলাকার মৃত আব্দুল গফুর হওলাদারের ছেলে। 

আদালতের বেঞ্চ সহকারী ফেরদৌস আলম জানান, ২০১৭ সালের ২৮ জানুয়ারি উজিরপুর উপজেলা পরিষদ হলরুমে সরকারি নির্দেশনা অনুযায়ী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইকালে নির্ধারিত কমিটির সামনে ওটরা ইউনিয়ন যোগীরকান্দা এলাকার মুক্তিযোদ্ধা প্রার্থী মৃত আব্দুল গফুরের পক্ষে তার ছেলে রাসেল বিভিন্ন কাগজপত্র উপস্থাপন করেন। কাজগপত্র যাচাই-বাছাইকালে আব্দুল গফুরের নামে একই তারিখ ২০০১ সালের ১২ জানুয়ারী ২টি ভিন্ন ক্রমিকে দুটি সার্টিফিকেটের ফটোকপি দাখিল করেন। যাচাই বাছাই কমিটির কাছে ওই সার্টিফিকেট জাল বলে প্রমাণিত হয়। এ ঘটনায় ২৯ জানুয়ারি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। 

একই বছর ২৫ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম আসামি রাসেলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন বিচারক। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর