২১ অক্টোবর, ২০২০ ১৪:০৪

শিবচরে ইলিশ ধরার অপরাধে ২৩ জেলেকে দণ্ড, কারেন্ট জাল ধ্বংস

মাদারীপুর প্রতিনিধি

শিবচরে ইলিশ ধরার অপরাধে ২৩ জেলেকে দণ্ড, কারেন্ট জাল ধ্বংস

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মায় ইলিশ ধরায় মাদারীপুরের শিবচর অংশ থেকে ২৩ জেলেকে আটক করে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় আড়াই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান বুধবার সকালে ২৩ জেলেকে কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে শিবচরের কাঁঠালবাড়ী, বন্দরখোলা, চরজানাজাত এলাকায় অভিযান চালিয়ে ২৩ জেলেকে আটক করা হয়। এছাড়া মাছ ধরার কাজে ব্যবহৃত আড়াই লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। আটকদের প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর