শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ।
রবিবার বেলা ১১টায় হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের শূন্যরেখায় এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াসিন আলী ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার সুরেশ রাহাতের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময়কালে বিজিবি হিলি বিওপি ক্যাম্প কমান্ডার সুবেদার সোলায়মান, বিএসএফের বালুপাড়া-১৮০ কমান্ডার এসআই নবকুমারসহ বিজিবি ও বিএসএফের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার ইয়াসিন আলী জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা জানাতে বিজিবির পক্ষে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়েছে। এসময় তারাও মিষ্টি দিয়ে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। সীমান্তে সৌহার্দ্য সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে প্রতিবছর দু’দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে বলেও তিনি জানান।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        