২৭ অক্টোবর, ২০২০ ১৪:১৮

বরিশালে নৌ পু‌লি‌শের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নৌ পু‌লি‌শের ওপর হামলা

বরিশালের হিজলা সংলগ্ন মেঘনার শাখা নদীর বদরটুনি ও আবুপুর পয়েন্টে মা ইলিশ রক্ষা অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছে নৌ পুলিশ। হামলায় নৌ পুলিশের এক সদস্য আহত হন। এ সময় ৪ রাউন্ড গুলি করে জেলেদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে নৌ পুলিশ সদস্যরা। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন বরিশাল নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন। মঙ্গলবার সকল সোয়া ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। 

বরিশাল নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন জানান, প্রধান প্রজনন মৌসুমে ডিমওয়াল ইলিশের প্রজনন নিরাপদ করতে সরকার ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত দেশের সকল নদ-নদীতে সকল ধরনের মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা বিভিন্ন নদীতে মাছ শিকার করে। মঙ্গলবার সকালে মেঘনার শাখা নদীর আবুপুর ও বদরটুনি পয়েন্টে জেলেরা মাছ শিকার করছিল। খবর পেয়ে হিজলা নৌ থানা পুলিশের একটি দল সকাল সোয়া ৯টায় ওই পয়েন্টে অভিযান চালায়। এ সময় জেলেরা লাঠিসোটা নিয়ে অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে নৌ পুলিশ সদস্যরা ৪ রাউন্ড রাবার বুলেট করে জেলেদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায় আহত নৌ পুলিশ কনস্টেবল মো. রাসেলকে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পাড়লেও হামলাকারীদের বিরুদ্ধে হিজলা থানায় সরকারি কাজে বাঁধাদান এবং পুলিশের উপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করে নৌ পুলিশ। 

এ মামলার আসামিদের গ্রেফতারসহ নদীতে মাছ শিকার বন্ধে নৌ পুলিশ তৎপর রয়েছে বলে জানান নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর