২৯ অক্টোবর, ২০২০ ১৭:০৩

রক্তদানে উৎসাহিত করতে নাটোরে ফ্রি ব্লাড গ্রুপিং

নাটোর প্রতিনিধি

রক্তদানে উৎসাহিত করতে নাটোরে ফ্রি ব্লাড গ্রুপিং

‘রক্ত দিন, জীবন বাঁচান’ এই শ্লোগানে নাটোরে স্বেচ্ছাসেবী সংগঠন গুরুদাসপুর ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদানে উৎসাহিত করতে ফ্রি ব্লাড গ্রপিং নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর উপজেলা পৌর সদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত ৫০০ জন ফ্রি ব্লাড গ্রুপিং সেবা নিয়েছেন।

ফ্রি ব্লাড গ্রপিং নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পে সার্বিক সহযোগিতায় ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল ও চাঁচকৈড় বাজারের রাফি ইলেকট্রনিক্সের মো. আল মামুন।

আরও উপস্থিত ছিলেন গ্রুপ প্রতিষ্ঠাতা মো. রাফিউল আলম, অ্যাডমিন পরিচালক মো. আশিকুর রহমান, মো. রাশিদুল ইসলাম, মো. তারেক হাসান, মো. লাম ইসলাম, সদস্য মোছা. তামান্না ইয়াছমিন বৃষ্টি ও মোছা. ইসরাত জাহান। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর