ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে জেলা ও উপজেলা পর্যায়ের কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার দুপুরে এ উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের অম্রকানন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর খান, সহ সভাপতি নুরুজ্জামান মিয়া, প্রচার সম্পাদক ওয়াসিম কুমার বিশ্বাস, সদর উপজেলা কৃষকলীগের যুগ্ন আহবায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দীন আলাল, পৌর কৃষকলীগের আহবায় শহিদুল ইসলাম তিতু উপস্থিত ছিলেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে কৃষকলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর খান বলেন, কৃষকলীগ সব সময় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। এ বছর করোনাকালীন সময়ে কৃষকদের পাশে থেকে কৃষকলীগ ব্যাপক প্রশংসা পেয়েছে। দেশেল ধান চাল ক্রয় কমিটিতে কৃষক সংগঠনের প্রতিনিধি যুক্ত করায় এই কমিটি আরো গতিশীল হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন