২৫ নভেম্বর, ২০২০ ২০:২৩

কসবায় আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় আমন ধান সংগ্রহ অভিযান উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অফিস ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে আকছিনা গ্রামে আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামের কৃষক মো. আবুল ফায়েজের নিকট থেকে ১ মেট্রিক টন আমন ধান ক্রয় করা হয়।

উল্লেখ্য, চলতি মৌসুমে কসবা উপজেলার ২৬ টাকা কেজি দরে ৪৪২ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নূর আলী, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা কসবা গোদাম নাজমুন নাহার, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নেপাল চন্দ্র সাহা, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মিলন ও আওয়ামী লীগ নেতা মো. ইসমাইল হোসেন খোকন।

এ সময় কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের সদস্যরা, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর