করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান নিশ্চিত করতে ‘মাস্ক সপ্তাহ’ কর্মসূচী শুরু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ। পরিবহন চালক ও পথচারিদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে আগামী ১ সপ্তাহ এ কর্মসূচি চলবে।
২৬ নভেম্বর দুপুরে মৌলভীবাজার শহরের চৌমোহনায় কর্মসূচীর উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমদ। জেলা পুলিশের আয়োজনে মাস্ক বিতরণসহ মাস্ক পরিধান অব্যাহত রাখতে পথচারিদের নিয়ে শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় মাস্ক পরে চলাচল করা পথচারিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার জানান, মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ৩০টি চেকপোস্ট বসিয়ে পুলিশের এই সচেতনতামূলক কর্মসুচি আগামী ১ সপ্তাহ চলবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন