২৬ নভেম্বর, ২০২০ ১৮:০৩

বরগুনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেমিনার

বরগুনা প্রতিনিধি

বরগুনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেমিনার

বরগুনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) পুলিশ অফিসার্স মেস মিলনায়তনে সেমিনারটির আয়োজন করা হয়।

দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান।

আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নী ও পাথরঘাটা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভীন।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মামুনুর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন এনএসএস'র নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্না। সেমিনারে ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর