২৬ নভেম্বর, ২০২০ ১৮:৫৮

গলাচিপায় স্বাস্থ্য কর্মচারীদের কর্মবিরতি

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় স্বাস্থ্য কর্মচারীদের কর্মবিরতি

গলাচিপায় স্বাস্থ্য কর্মচারীদের কর্মবিরতি।

গলাচিপায় স্বাস্থ্য সহকারীদের বেতন বৈষম্য নিরসনের দাবিতে কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

তৃতীয় শ্রেণির সব কর্মচারীরা এতে অংশ নেয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালিত হলেও রোগীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে মাত্র ৩ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা, ২০২০ সালে স্বাস্থ্য পরিদর্শক ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২, স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড প্রদান ও নিয়োগ বিধি সংশোধনের লিখিত প্রতিশ্রুতি প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু আজ পর্যন্ত এর কোনোটিই বাস্তবায়ন হয়নি। ফলে সারা দেশব্যাপী এ কর্মসূচি পালিত হচ্ছে।

বক্তারা জানান, তাদের চারটি দাবি পূরণ না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর