২৭ নভেম্বর, ২০২০ ১৩:৫৯

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা। আজ শুক্রবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এ নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী ও সমমনা পরিষদ এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নামের দু'টি পৃথক প্যানেলে ভোটযুদ্ধ হয়।  

নির্বাচনের মোট ১৫টি পদের জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেন। এর মধ্যে সভাপতি পদে দুইজন, সাধারণ সম্পাদক পদে তিনজন, দু'টি সহ-সভাপতি পদের জন্য চারজন, দু'টি যুগ্ম সম্পাদক পদের জন্য চারজন এবং ৯টি সদস্য পদের জন্য ১৮ জন ভোটযুদ্ধে অংশ নেন। 

সমিতির ১৭৫ জন ভোটারের মধ্যে ১৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তিন সদস্যের নির্বাচন পরিচালনা প্যানেল ভোটগ্রহণ করে।  দুপুরের নামাজ ও মধ্যান্যভোজের বিরতির পর সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে বলে জানায় ভোট পরিচালনা কমিটি। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর