২৮ নভেম্বর, ২০২০ ১৭:২৪

নাটোর চিনিকলে ৫ দফা দাবিতে প্রতিবাদ সভা

নাটোর প্রতিনিধি:

নাটোর চিনিকলে ৫ দফা দাবিতে প্রতিবাদ সভা

চিনিকল বন্ধের প্রতিবাদে এবং চিনিকল রক্ষাসহ ৫ দফা দাবিতে ফটকসভা ও মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী এবং আখচাষিরা। শনিবার সকালে নাটোর চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়ন ও আখচাষি নেতৃবৃন্দ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। 

বাংলাদেশ চিনিকল কর্পোরেশন শ্রমিক কর্মচারি ফেডারেশন এবং বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের যৌথ উদ্যোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই আন্দোলন কর্মসূচি পালন করা হয়। এসময় নাটোর চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি এসএম ফিরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আখচাষী ফেডারেশনের সহ-সভাপতি মোসলেম উদ্দিন,আখচাষি নেতা আব্দুল করিম, নাটোর চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সাধারণ স¤পাদক ময়েজ উদ্দিন সরদার, নাটোর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ স¤পাদক মুনসুর রহমান, সাবেক সভাপতি আতাউর রহমান প্রমূখ। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর