২৯ নভেম্বর, ২০২০ ১৪:০২

বরিশালে নির্মাণাধীন ভবনের নিচ থেকে টাইলস মিস্ত্রির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে নির্মাণাধীন ভবনের নিচ থেকে টাইলস মিস্ত্রির লাশ উদ্ধার

বরিশাল নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে এক টাইলস মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর কলেজ অ্যাভিনিউ রোডের ১০ নম্বর গলি সংলগ্ন ৬তলা নির্মাণাধীন ভবনের নিচ তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তির নাম আব্দুল কুদ্দুস (৫৫)। তার বাড়ি ঝালকাঠি জেলায়। বরিশাল নগরীর পলাশপুর বস্তিতে একা থাকতেন তিনি। 

নিহতের স্বজনদের দাবি, তার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে। এদিকে, ভবন মালিক পক্ষের দাবি সে অসুস্থ ছিল। তার মৃত্যুর বিষয়ে কিছুই জানা নেই তাদের। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ। 

পুলিশ ও ভবন মালিকের ভাগনে জানায়, শনিবার সন্ধ্যা ৬টার দিকে চা পানের কথা বলে ভবনের বাইরে যান কুদ্দুস। রাত ৮টার দিকে অন্য শ্রমিকরা কাজ শেষে চলে যায়। রবিবার সকালে ভবনের নিচে কুদ্দুসের মৃতদেহ দেখে স্থানীয় এক ব্যক্তি জরুরি সেবা হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করে কোতয়ালী পুলিশকে বিষয়টি অবহিত করেন। 

ভবন মালিকের ভাগনে রাশেদ মাহমুদ অভি জানান, কুদ্দুস অসুস্থ ছিল। কিন্তু তার মৃত্যুর বিষয়ে তাদের কিছু জানা নেই। 

কুদ্দুসের ভাতিজা মো. জুয়েলের দাবি, তার চাচার মৃত্যু স্বাভাবিক নয়। তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ তাদের। এ ঘটনা তদন্ত করে বিচার দাবি করেন স্বজনরা। 

মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. রাসেল জানান, প্রাথমিকভাবে তারা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছেন কুদ্দুস অসুস্থ ছিল। কুদ্দুসের ভাতিজা জুয়েলের অভিযোগ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর