সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও শিক্ষকদের এমপিও করণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকালে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলার শাখার নেতৃবৃন্দসহ শিক্ষক-কর্মচারীরা অংশ নেয়।
এসময় বক্তারা, দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়ন প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এর সাথে জড়িত শিক্ষক-কর্মচারীদের এমপিও করণের দাবি জানান।
বিডি প্রতিদিন/এমআই