২৯ নভেম্বর, ২০২০ ১৪:৩০

নীলফামারীতে ‘অর্থনৈতিক অঞ্চল’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক

নীলফামারীতে ‘অর্থনৈতিক অঞ্চল’ দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে দ্রুত অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে ‘নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম’। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের শিল্পকলা অডিটরিয়ামের সামনে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

সংগঠনের সভাপতি আবু মুসা মাহমুদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এছাড়া কবি মনি খন্দকার, সাংবাদিক নুর আলম, শিক্ষক আতাউর রহমান একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন।

বক্তারা বলেন, একটি ইপিজেড জেলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাই করেছেন। আমরা আশা করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে জেলার সার্বিক উন্নয়নে ‘অর্থনৈতিক অঞ্চল’ স্থাপন করে শেখ হাসিনা নীলফামারীতে আরেকটি উপহার দেবেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর