করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম।
এসময় তিনি বলেন, করোনার সম্ভাব্য দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক এখন ভ্যাকসিনের মতো কাজ করতে পারে। তাই এ ব্যাপারে মানুষকে সচেতন হতে হবে।
পরে ‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরি’ করোনা বিস্তার রোধ করি’ এই স্লোগানে পৌরশহরের বিভিন্ন সড়কে একটি শোভাযাত্রা বের হয়।
এ সময় পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই