২৯ নভেম্বর, ২০২০ ১৫:৫২

ময়মনসিংহে মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহে মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন

করোনা থেকে রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে ময়মনসিংহে একযোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টা থকে বেলা ১২টা পর্যন্ত গোটা জেলায় এ কর্মসূচি চলে। কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান। 

এসময় বক্তব্য রাখেন ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামানসহ প্রমুখ। 
মাস্ক বিতরণ ও ক্যাম্পেইন শেষে যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জানান, ‘করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও আইন প্রয়োগের প্রক্রিয়া একই সাথে চলবে। সরকারি বেসরকারি কার্যলায়, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ জেলার ৩০হাজার পয়েন্টে একযোগে এই মাস্ক ক্যাম্পেইন চলছে। আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।’

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর