১১ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা। রবিবার দুপুরে জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টে এই কর্মসূচি পালন করেন তারা। এতে বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রেজাউল হায়দার লেলিন, সাধারণ সম্পাদক হাসানুর হাবীব, সহ-সভাপতি আতাউর রহমান, শিক্ষক শ্যামলী বেগম প্রমুখ।
বক্তারা বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও প্রদান, স্বীকৃতির তারিখ হতে শতভাগ বেতন ভাতা ও সকল সুবিধাদি প্রদান নিশ্চিতকরণ, শতভাগ উপবৃত্তি প্রদান, শিক্ষা কারিকুলাম অনুযায়ী পাঠ্যবই বিতরণ নিশ্চিতকরণসহ ১১ দফা বাস্তবায়নের দাবি জানান।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বরাবর একটি স্মারক লিপি প্রদান করেন শিক্ষক কর্মচাচারীবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন