২৯ নভেম্বর, ২০২০ ১৭:২৩

বংশাই নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

বংশাই নদীর ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকায় বংশাই নদীর ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নদীর তীরবর্তী সহস্রাধিক নারী পুরুষ মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে।

রবিবার সকাল সাড়ে দশটার দিকে পৌর এলাকার পুষ্টকামুরী পূর্বপাড়ার (সওদাগর) নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত লোকদের সাথে নিয়ে একাব্বর হোাসেন সেতুর ওপর স্থানীয়রা এই কর্মসূচী পালন করেন।

এসময় বক্তব্য রাখেন মির্জাপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইজুদ্দিন, চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সরব আলী, সহসভাপতি মাসুদ রানা মাসুম, উপজেলা মহিলা লীগ সভাপতি রওশনারা বেগম, বদর উদ্দিন লাভলু মিয়া প্রমুখ। 
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, ওই এলাকার নদী ভাঙন সম্পর্কে পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। তারা এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সেতুটি যাতে হুমকির মধ্যে না পড়ে সেদিকে নজর রাখা হবে বলে তিনি জানান।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম জানান, ভাঙনের খবর জেনেছেন। বরাদ্দ না থাকায় কোন ব্যবস্থা নেওয়া যায়নি।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর