প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি এবং এমপিওভুক্তিকরণসহ ১১ দফা দাবিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। কুড়িগ্রাম প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির জেলা শাখার ব্যানারে আজ কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে জেলার ৫০টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।
এ সময় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহমুদুল হাসান দিনার, শিক্ষক খায়রুল ইসলাম, রাজিয়া সুলতানা, এরশাদুল হক, মো. আসাদুজ্জামান, জাহিদুল ইসলাম পলাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন