৩০ নভেম্বর, ২০২০ ২১:৩২

মাস্ক না পড়ায় হালুয়াঘাটে ১০ জনকে জরিমানা

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

মাস্ক না পড়ায় হালুয়াঘাটে ১০ জনকে জরিমানা

ময়মনসিংহের হালুয়াঘাটে মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১০ জনকে ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার পৌরশহর এলাকার কাচারি রোড এবং বাস টার্মিনাল এলাকায় পথচারী বিভিন্ন ব্যবসায়ীকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ এ দণ্ডাদেশ প্রদান করেন। এ সময় পথচারীদের মাঝে মাস্ক বিতরণ ও পরিধান করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হালুয়াঘাট থানা পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালানার বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ জানান, সম্ভাব্য দ্বিতীয় ঢেউ করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর