সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা বেলাল হোসেন নামে একই মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা। অভিযুক্ত উপজেলার পুর্নিমাগাঁতী ইউনিয়নের পুকুরপাড় ফয়জুল উলুম মহিউচ্ছুন্নাহ কওমি মাদ্রাসার মক্তব বিভাগের শিক্ষক।
শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, মাদ্রাসার নাজেরা (তৃতীয় শ্রেণি) আবাসিক বিভাগের এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ রয়েছে মাওলানা বেলাল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, ওই ছাত্র কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানায় এ ঘটনা। পরে ক্ষুব্ধ অভিভাবকসহ স্থানীয়রা মাদ্রাসায় এসে লম্পট শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ওই শিক্ষককে আটক করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক