৫ ডিসেম্বর, ২০২০ ২১:০৫

যুদ্ধপরাধীর সন্তানরা ধর্ম ব্যবসার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

যুদ্ধপরাধীর সন্তানরা ধর্ম ব্যবসার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা আজম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, যুদ্ধপরাধীর দল, যুদ্ধপরাধীর সন্তানরা বিভিন্ন ধর্ম ব্যবসার নামে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণে বাধা দেয়। রাজাকার, আলবদর, আল-শামস তাদের সন্তানরা ধর্ম ব্যবসার নামে যে উদ্ধত আচরণ করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কারণ এর পেছনে আছে খুনি জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান, বিদেশের মাটিতে বসে সে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। 

শনিবার বিকেলে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ধর্ম প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো: আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য মারুফা আক্তার পপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।    

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর